Chortilli Adarsh High school

চরতিল্লী আদর্শ উচ্চ বিদ্যালয়
Chartilli Adarsha High School

স্থাপিতঃ ১৯৯৫ ইং, EIIN: 111017

Hedmaster Messages

প্রধান শিক্ষকের বার্তা

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি চরতিল্লী আদর্শ  উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

শিক্ষক হিসেবে আমাদের কর্তব্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যা প্রতিটি ব্যক্তির উপহারকে লালন পালন করা, এবং চাষ করা এমন অভিজ্ঞতা প্রদান করা যার মাধ্যমে তার প্রয়োজনীয় দক্ষতাগুলি বিকাশ করে, যার মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ , কিভাবে তাদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা যায় এবং সেই জ্ঞান সৃজনশীল্ভাবে প্রয়োগ করে তাদেরকে বিশ্বের একটি মডেল হিসেবে উপস্থাপন করা যায়। ধূল্যা ভূবন মোহন উচ্চচ বিদ্যালয়ের মত একটি ঐতিহ্যবাহী এবং জেলার শ্রেষ্ঠ স্কুলের প্রধান শিক্ষক হওয়া একটি গর্ভের এবং সৌভাগ্যের বিষ্য়। এই শ্রেষ্ঠত্ব যেন বারবার আমাদের অনুপ্রাণিত করে,যাতে ক্রমাগত উচ্চমান স্থাপন করা যায়।

জনাব মোঃ আব্দুল আওয়াল 

প্রধান শিক্ষক 

Scroll to Top